অফিসের অবস্থান:
নরসিংদী জেলা সদর হতে প্রায় ৪০ কি.মি দূরে চর কাশিম নগর গ্রামে ০.৫০ শতাংশ ভূমিতে বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ অবস্থিত। অফিস ভবনের অবকাঠামো ভাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মণ করা হইয়াছে। এভবনের একটি কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদীবেষ্টিত একটি চরাঞ্চল। ইউনিয়নের অভ্যন্তরে রাস্তাসমূহ কিছু পাকা ও কিছু আধা-পাকা। জেলা ও উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্তা রয়েছে। মূলত কৃষিনির্ভর এ ইউনিয়নের লোকজনের আর্থ-সামাজিক অবস্থা মোটামুটি ভাল।
০৩। স্থায়ী রেজিষ্টার:
(ক) আয়তন : ৪৮৫২ একর (খ) অফিসের জমির পরিমান : ০.৫০ একর
(গ) গ্রাম : ১৯ টি (ঘ) লোকসংখা : ৩০৩৩৯
(ঙ) মৌজা : ৬ টি (চ) মোট জমি : ২০৩০ একর
(ছ) মোট খানা : ৬৪৩৬ টি (জ) সর:প্র: বিদ্যালয় : ১৩ টি
(ঝ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ২টি (ঞ) কলেজ : ১ টি
(ট) দাখিল মাদরাসা : ১ টি (ঠ) অনাবাদী জমি : ২৫০ একর
(ড) এতিমখানা : ৩ টি (ঢ) শিক্ষার হার : ৬২%
(ণ) মসজিদ : ৭০ টি (ত) হাট বাজার : ৬ টি ছোট
(থ) কমিউনিটি ক্লিনিক : ৪টি (দ) পাকা রাস্তা : ৩টি ১২ কি.মি
(ধ) কর্মরত এনজিও : ১ টি (ন) বানিজ্যিক ব্যাং : নাই
(প) আবাদি জমি : ২৫৩০ একর (ফ) পরিবার কল্যাণ কেন্দ্র : ০১
(ব) আশ্রয়ণ প্রকল্প : ২ টি (ভ) ইউ: ভূমি অফিস : ০১
(ম) ডাকঘর : ৩ টি (য) অগভীর নলকূপ : ২২৫০ টি
স্থায়ী রেজিস্টার যথাযথ ভাবে সংরক্ষিত আছে। যাবতিয় তথ্য হালনাগাদ লিপিবদ্ধ রাখার জন্য সহযোগিতা করুন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস