Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হংকং গামী নারী কর্মীদের নিবন্ধন
বিস্তারিত
দেশব্যাপী বিদেশে নারী কর্মী নিয়োগের নিবন্ধন শুরু ৭ই এপ্রিল থেকে শুরু হচ্ছে--

      সরকারিভাবে হংকং, সিঙ্গাপুর, জর্ডান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে আগ্রহী নারী কর্মী  নিয়োগের নিবন্ধন অনলাইনে আগামী ৭ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। হাউসকিপার, গার্মেন্ট, কেয়ারগিভার ও নার্স পদে কর্মী নেবে এসব দেশ। মালয়েশিয়ার মতোই সারা দেশে নিজ নিজ ইউনিয়নের ও নগর তথ্য সেবা কেন্দ্র থেকে এই নিববন্ধন করতে পারবে কর্মীরা। নিবন্ধনের জন্য প্রত্যেক নারী কর্মীকে ৫০ টাকা সরকার নির্ধারিত নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা। বিষয়টি প্রধানমন্ত্রী দপ্তরের এক্সেজ টু ইনফরমেশন-এ টু আই প্রকল্প এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে’র ইনস্টিটিউট অব  ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি  (আইআইসিটি) মনিটরিং করবে। আজ এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ৭ থেকে ১১ই এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ, ১২ থেকে ১৬ই এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগ এবং ১৭ থেকে ২১শে এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগের নিবন্ধনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য সফ্টওয়ার তৈরি করে বুয়েট । হংকং ও সিঙ্গাপুরের চাহিদা অনুযায়ী প্রায় এক লাখ নারী কর্মী নিতে তারা আগ্রহ দেখিয়েছে । মাসে বাংলাদেশী টাকায় ৪০ হাজার টাকা বেতন  পাবেন এসব নারী কর্মীরা। সেই দেশে যেতে তাদের কোন খরচ লাগবে না। বিমানব ভাড়া নিয়োগকর্তা পরিশোধ করবেন। তবে ওখানে চাকরি করে তাকে কিস্তিতে কিস্তিতে তা পরিশোধ করতে হবে। সরকারিভাবে দুই মাসের প্রশিক্ষণ নিতে হবে ওই কর্মীদেরকে। এই প্রশিক্ষণের খরচ সরকারই বহন করবে। হংকং গৃহস্থলির কাজে  নারী কর্মী নিতে চাচ্ছে । কর্মীকে কেনটোনিজ ভাষা শিখতে হবে। যোগ্যতা এ্সএসসি পাস লাগবে। কারণ যার আইকিউ ভাল এবং ভাষাটা দ্রুত  শিখবে তার জন্য সহজ হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার খরচ ছাড়া কিছু লাগবে না। মালয়েশিয়ার মতোই সারাদেশে নিবন্ধনের মাধ্যমে লটারি করে মহিলা কর্মী পাঠানো হবে। লটারির মাধ্যমেই নির্বাচিত হবেন ভাগ্যবানরা। মধ্যপ্রাচ্যে যেতে আগ্রহী মহিলা কর্মীদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী ও সংশ্লিষ্ট কাজে গার্মেন্টসের অভিজ্ঞতা।

 সংগ্রহ-দৈনিক মানবজমিন

ডাউনলোড
আমাদের পোর্টালে কোন ভূল তথ্য থাকলে সহযোগিতা করার জন্য অনুরুদ করছি। এম কে সুমন 01722206543  mksumon222@gmail.com