জরুরি ==== বিন্নাবাইদ ইউনিয়নের সকল জনসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাদের জন্ম নিবন্ধন হাতে লিখা তারা তাদের জন্ম সনদ টি চেক করে নিন ইন্টারনেটে সঠিক ভাবে এন্টি হয়েছে কিনা, যাদের নিবন্ধর নাম্বর ১৭ ডিজিটের কম আছে এবং ইন্টর নেটে সঠিক এন্টি নেই তারা আগামী ০৩/০৩/২০১৬ তারিখ বিকাল ৪ টার মধ্য যোগাযোগ করেন, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদে। এর পড়ে সংশোধনের কোন সুযোগ নেই। যারা নেট চালান তারা দয়া করে আশে পাশের সনদ গুলো চেক করে দিবেন, নিচে একটি লিং দেওয়া হলো এটি দিয়ে সকল জন্ম সনদ চেক করা যাবে। অথবা ফোন দিয়ে যেনে নিবেন সকল ষ্টুডেন্ট সার্টিফিকেট এ জন্ম সনদ টি মিলিয়ে দেখেন কোন ভূল থাকলে যানান, বিষয়টি জরুরি । লিংটিতে ক্লিক করে আপনার ১৭ ডিজিট নাম্বারটি লিখেন ও পরে জন্ম তারিখ লিখেন আপনার নাম ঠিকানা পিতা মাতার নাম দেখা যাবে। নেট চলে এমন মোবাইল দিয়েও দেখা যাবে।
সনদ চেক লিংটি https://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br
আমাদের ইউনিয়ন লিংক http://binnabaydup.narsingdi.gov.bd/
এম কে সুমন
০১৭২২২০৬৫৪৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস